আগামী বছর ৭০ শতাংশ প্রতিরক্ষা ব্যয় বাড়াবে রাশিয়া

Looks like you've blocked notifications!
এএফপির ফাইল ছবি

২০২৪ সালে প্রতিরক্ষা খাতে ৭০ শতাংশ বাড়াবে ব্যয় রাশিয়া। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রলালয় এ বিষয়ে একটি নথি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, মস্কো যেন ইউক্রেনে পুরোদমে আক্রমণে যেতে পারে, সেজন্য প্রতিরক্ষা খাতে এই ব্যয় বাড়ানো হচ্ছে। খবর এএফপির।

গত বছর সংঘাত শুরুর পর থেকে রাশিয়ায় ক্রমাগত উচ্চ মুদ্রাস্ফীতি ও রুবেলের মান কমতে দেখা গেছে। তা সত্ত্বেও অস্ত্র তৈরি বেশি মনোযোগী হয়েছে দেশটি। একইসঙ্গে তারা সামরিক যন্ত্রপাতিতে বিশাল অঙ্কের তহবিল খরচ করেছে।

নথিতে বলা হয়েছে, সামরিক খাতে ব্যয় বছরের পর বছর বেড়ে ৬৮ শতাংশ ছাড়িয়েছে, যা ১০.৮ ট্রিলিয়ন রুবেলের মতো। এই খরচ দেশটির মোট জিডিপির ছয় শতাংশ এবং সামাজিক খাতে ব্যয়ের থেকেও বেশি।

এএফপির পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে সামরিক খাতে ব্যয় শিক্ষা, পরিবেশ রক্ষা ও স্বাস্থ্যের তুলনায় তিনগুণ ধরা হয়েছে।

নথিতে অর্থ মন্ত্রণালয় বলেছে, ‘অর্থনৈতিক পরিকল্পনা বিরোধ-সংকট খাত থেকে জাতীয় উন্নয়নের লক্ষ্যে স্থানান্তরিত হচ্ছে।’

সেখানে আরও বলা হয়েছে, এর মধ্যে ‘রাষ্ট্রের সামরিকখাতকে শক্তিশালীকরণ’ এবং ইউক্রেনের চারটি অঞ্চলকে (লুগানস্ক, ডোনেটস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া) ‘একীভূতকরণের’ ব্যয় রয়েছে।