জিম্বাবুয়েতে সোনার খনি ধসে নিহত ছয়

Looks like you've blocked notifications!

জিম্বাবুয়েতে একটি সোনার খনি ধসে ছয়জন নিহত হয়েছেন এবং আরও ১৫ জন আটকা পড়েছেন। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) জিম্বাবুয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

জিম্বাবুয়ের পশ্চিম ম্যাশোনাল্যান্ড প্রদেশের চেগুতু শহরের বে হর্স সোনার খনিতে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে আটকা খনি ধসে আটকা পড়েন ৩০ জনেরও বেশি মানুষ। ১৩ জন খনি শ্রমিক বেরিয়ে আসতে পেরেছেন কিংবা তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

টেলিভিশন চ্যানেল জেডবিসি জানায়, যারা খনির ভেতরে আটকা পড়েছেন, তাদের কাছে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

জিম্বাবুয়ে মাইনার্স ফেডারেশন বলেছে, তাদের মহাসচিব ও চেগুতু মাইনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ঘটনাস্থলে যাবেন এবং সেখানে ঘটনার কারণ জানার চেষ্টা করবেন।

জিম্বাবুয়েতে সোনা, প্ল্যাটিনাম ও হীরার বিশাল মজুত রয়েছে। দেশটিতে এমন খনি ধসের ঘটনা নতুন নয়। খনি থেকে এসব মূল্যবান ধাতু উত্তোলনের পদ্ধতি খুবই কাঁচা এবং এক্ষেত্রে নিরাপত্তার মানদণ্ডগুলোকে অনেকটাই উপেক্ষা করা হয়।