তুরস্কের পার্লামেন্ট ভবনের পাশে বিস্ফোরণ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/01/tursk-myaap.jpg)
তুরস্কের রাজধানী আঙ্কারায় পার্লামেন্ট ভবনের খুব কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির স্থানীয় সময় আজ রোববার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের এই শব্দ পাওয়া যায়। বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। এটিকে সন্ত্রাসী হামলা বলছেন তারা। খবর এএফপির।
আঙ্কারায় অবস্থান করা এএফপি সংবাদদাতা জানান, আজ সন্ধ্যার দিকেই পার্লামেন্ট ভবনে অধিবেশন হওয়ার কথা ছিল।
তুরস্কের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, পার্লামেন্ট এলাকায় গোলাগুলির শব্দও পাওয়া গেছে। ঘটনাস্থলে জরুরি পরিষেবার দলগুলো যাচ্ছে।
এ ঘটনায় দুজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, ‘স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে (গ্রিনিচ মান অনুযায়ী সময় ০৬৩০) একটি যানে করে দুজন অস্ত্রধারী সন্ত্রাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ের প্রাঙ্গণে আসে। পরে, তারা বোমা হামলা চালায়।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/10/01/tursk-in.jpg)
এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। কে বা কারা হামলা চালিয়েছে তাও জানা যায়নি।