কানাডাকে ৪০ কূটনীতিক ফিরিয়ে নিতে বলল ভারত

Looks like you've blocked notifications!
ভারত ও কানাডার পতাকা। ফাইল ছবি

কানাডাকে তাদের কয়েক ডজন কূটনীতিককে দেশে ফিরিয়ে নিতে বলেছে ভারত। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে দ্য ইকোনোমিক টাইমস এ তথ্য জানিয়েছে। এক তথ্যে তারা বলছে, ৪০ জনকে ফিরিয়ে নেওয়ার কথা বলেছে নয়াদিল্লি।

প্রতিবেদনটি বলছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এক বক্তব্যের পর ফুঁসে ওঠে ভারত। ওই বক্তব্যে ট্রুডো বলেছিলেন, হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতের হাত রয়েছে, যিনি ভারতের একজন মনোনীত সন্ত্রাসী এবং খালিস্তানি কর্মী ছিলেন। এরপর দুদেশেই পাল্টাপাল্টি কূটনীতিক বরখাস্তের ঘটনা ঘটে।

নয়াদিল্লি বলেছে, কানাডাকে আগামী ১০ অক্টোবরের মধ্যে ৪০ কূটনীতিক প্রত্যাহার করতে হবে। একজন জানান, এরপর ওই কূটনীতিকদের যে বিশেষ সুবিধাগুলো দেওয়া হয়, তা বন্ধ করে দেওয়া হবে।

এ বিষয়ে ভারত ও কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, এর আগে কানাডায় ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে ‘সহিংস’ এবং ‘ভীতিকর পরিবেশ’ ছিল। যেখানে শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উপস্থিতি নয়াদিল্লিকে হতাশ করেছে।