ইউক্রেনীয় শস্য পরিবহণে সম্মত ওয়ারশ-কিয়েভ
শস্য বিরোধের জেরে প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র পোল্যান্ডের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না ইউক্রেনের। এই বিরোধের জেরে কিয়েভকে অস্ত্র সরবরাহ না করার ঘোষণা দেয় ওয়ারশ। একইসঙ্গে ইউক্রেনীয় শস্য পরিবহণেও দেখা দেয় টানাপোড়েন। তবে, এবার শস্য পরিবহণে সম্মত হয়েছে ওয়ারশ-কিয়েভ। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
প্রতিবেদনটি বলছে, ওয়ারশ এবং কিয়েভ আজ ঘোষণা করেছে, তারা ইউক্রেনীয় শস্য রপ্তানির ট্রানজিট দ্রুত করতে সম্মত হয়েছে। ‘শস্যযুদ্ধ’ সমাধানের এটি তাদের প্রথম পদক্ষেপ।
পোল্যান্ডের কৃষিমন্ত্রী রবার্ট টেলাস সাংবাদিকদের বলেছেন, ‘আগামীকাল থেকে লিথুয়ানিয়া হয়ে (বিশ্ব বাজারে) ট্রানজিট করা শস্যগুলো পোল্যান্ড-ইউক্রেন সীমান্তে নয় একটি লিথুয়ানিয়ান বন্দরে চেক হবে।’