চলতি বছর সবচেয়ে নিচে নেমেছে জাপানি ইয়েনের দাম
জাপানের মুদ্রা ইয়েনেরও দরপতন অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) ইয়েনের দর চলতি বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। প্রতি ডলারের বিপরীতে ইয়েনের মান দাঁড়ায় ১৫০ ইয়েন। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, জাপানি সরকারের মুদ্রানীতির কারণে দেশটির মুদ্রা আরও দুর্বল হয়ে পড়ছে। যুক্তরাষ্ট্র ক্রমাগতভাবে সুদের হার বাড়ানোয় ডলারে বিনিয়োগে আগ্রহী হচ্ছে বিনিয়োগকারীরা।
আজ মঙ্গলবার দুপুরে এশিয়ার বাজারে ডলারের বিপরীতে ইয়েনের দর ১৫০ দশমিক ১৬–এ নেমে যায়। এই দর ২০২২ সালের অক্টোবরের পর সর্বনিম্ন।
বিশ্লেষকরা বলছেন, ইয়েনের পতন রোধে বৈদেশিক মুদ্রার বাজারে হাত দিতে হতে পারে ব্যাংক অফ জাপানকে। কারণ, আমদানি ব্যয় বাড়ছে দেশটির।
ইয়েনের মান বাড়াতে ২০২২ সালের অক্টোবরে বৈদেশিক রিজার্ভে হাত দিয়েছিল দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ওই সময়ও দেড়শ এর আশেপাশে ছিল ইয়েনের মান। এবারও মুদ্রার মান বাড়াতে আগের পথেই হাঁটতে হতে পারে তাদের।
জাপানের অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে, গত বছর মুদ্রার মান বাড়াতে রিজার্ভ থেকে চার হাজার ৩০০ কোটি ডলার ব্যয় করেছিল দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
জাপানের মুদ্রার দরপতনের অন্যতম কারণ হলো, দেশটিতে নীতি সুদহার অনেক কম। মূল্যস্ফীতি ঠেকাতে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলো সুদের হার বাড়ালেও সে পথে হাঁটছে না জাপান। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতিকে উত্সাহিত করার জন্য সুদের হার শূন্য বা তার নিচে হার রেখেছে টোকিও। বর্তমানে স্বল্পমেয়াদী বেঞ্চমার্ক রেট হল শূন্য দশমিক এক শতাংশ।