রসায়নে যৌথভাবে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

Looks like you've blocked notifications!
রসায়নে নোবেল পাওয়া তিন গবেষকের প্রতীকী ছবি নোবেল প্রাইজ কমিটির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে নেওয়া

রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করেছে নোবেল ফাউন্ডেশন। এ বছর যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্যান্সের মঙ্গো বাওয়েন্ডি, যুক্তরাষ্ট্রের লুইস ব্রুস ও অ্যালেক্সিই একিমভ। কোয়ান্টাম ডটসে বিশেষ অবদানের জন্য তারা নোবেল পেয়েছেন।

আজ বুধবার (৪ অক্টোবর) নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করে। নোবেল ফাউন্ডেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানায়। একইসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করে।

নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, কোয়ান্টাম ডটের আবিষ্কার, উন্নয়ন এবং ন্যানো ক্রিস্টাল প্রযুক্তি বা ন্যানোপার্টিকলের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে অবদান রেখেছেন তারা। ফলে এই সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হয়েছে তিন গবেষককে।