মুম্বাইয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত সাত, আহত ৪০

Looks like you've blocked notifications!
ভারতের মুম্বাইয়ের গোরগাঁওয়ে একটি সাত তলা ভবনে বৃহস্পতিবার দিনগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ছবি : এনডিটিভি

ভারতের মুম্বাইয়ের গোরগাঁওয়ে একটি সাত তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিনগত রাতে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) জানায়, গোরগাঁওয়ের পশ্চিমাঞ্চলে আজাদ নগর এলাকার জয় ভবানী ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে দুই শিশুসহ সাতজন নিহত এবং ২৮ নারীসহ ৪০ জন আহত হন।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, ‘মুম্বাইয়ের গোরেগাঁওয়ে অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর জেনে ব্যথিত। আমরা বিএমসি ও মুম্বাই পুলিশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

খবরে বলা হয়, ভবনটিতে আগুনে ছড়িয়ে পড়ে এবং নিচতলায় পার্ক করা গাড়ি, দোকান ও সামগ্রী পুড়ে যায়। আগুনের লাগার কারণ জানতে তদন্ত চলছে। বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে।