সিরিয়ার সামরিক একাডেমিতে ড্রোন হামলায় নিহত ১১২

Looks like you've blocked notifications!
সিরিয়ার হোমসে সামরিক একাডেমিতে বৃহস্পতিবারের ড্রোন হামলায় নিহতদের কফিন সারিবদ্ধ করেছেন সৈন্যরা। ছবি : এএফপি

সিরিয়ার সামরিক একাডেমিতে বৃহস্পতিবার (৫ অক্টোবর) ড্রোন হামলায় ১১২ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে সরকার নিয়ন্ত্রিত হোমসে এ ভয়াবহ হামলার জন্য ‘সন্ত্রাসী সংগঠনকে’ দায়ী করা হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

এদিকে কুর্দি বাহিনী জানায়, দেশটির কুর্দি নিয়ন্ত্রিত উত্তর-পূর্বে তুরস্কের বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আঙ্কারা এক বোমা হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পর এ ঘটনা ঘটে।  

সরকারি বার্তা সংস্থা ‘সানা’য়  সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসী সংগঠন কেন্দ্রীয় শহর হোমসে সামরিক একাডেমির কর্মকর্তাদের স্নাতক অনুষ্ঠান লক্ষ্য করে এ হামলা চালায়।’

ব্রিটেন ভিত্তিক মানবাধিকারবিষয়ক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এ ড্রোন হামলায় ২১ বেসামরিক নাগরিকসহ ১১২ জন নিহত এবং কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন নারী রয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-ঘোবাশ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘এই ঘটনায় প্রাথমিকভাবে ছয় নারী ও ছয় শিশুসহ ৮০ জন নিহত এবং ২৪০ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল। তাৎক্ষণিক এই হামলার দায় কেউ স্বীকার করেনি।’

জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সিরিয়ায় ড্রোন এবং প্রতিশোধমূলক হামলার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন।