মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ১৮ অভিবাসনপ্রত্যাশী নিহত
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি বাস উল্টে ১৮ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রগামী অভিভাসনপ্রত্যাশীদের নিয়ে যত দুর্ঘটনা ঘটেছে এটি তার মধ্যে সর্বশেষ ও ভয়াবহ। দেশটির ওক্সাকা ও প্রতিবেশী পুয়েব্লাকে সংযোগকারী হাইওয়েতে শুক্রবার (৬ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
মেক্সিকোর জাতীয় অভিবাসন সংস্থা জানিয়েছে, বাসটিতে ৫৫ বিদেশি নাগরিক ছিলেন।
বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী বাসে মেক্সিকো পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছানোর চেষ্টা করেন। ভয়াবহ দুর্ঘটনা, অপরাধী চক্রের হাতে অপহরণ এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের চাঁদাবাজির শিকার হওয়ার ঝুঁকি নিয়েই তারা এই প্রচেষ্টা চালান।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলেছে, মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টাকালে ২০১৪ সাল থেকে এই পর্যন্ত আট হাজার ২০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী নিহত কিংবা নিখোঁজ হয়েছেন।