রাশিয়ার এনএনইতে ৫.৩ মাত্রায় ভূমিকম্প
রাশিয়ার ওত্রাদা থেকে ৭১ কিলোমিটার দূরে এনএনইতে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ সোমবার (৯ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টা ৯মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ১৭৪ দশমিক ৫ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে ৪৪ দশমিক ৬৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৪৬ দশমিক ২১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ছিল বলে ধারণা করা হয়েছিল।
এর আগে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়। শনিবার (৭ অক্টোবর) দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের একজন সিনিয়র নেতা জানান ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।