আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত

Looks like you've blocked notifications!
ভূমিকম্পের প্রতীকী ছবি

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আবারও রিখটার স্কেলে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির হেরাত প্রদেশের রাজধানী হেরাতে আজ বুধবার (১১ অক্টোবর) স্থানীয় সময় সকালে শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত করে। এর আগে গত শনিবার দেশটিতে আঘাত হানা প্রলঙ্কারী ভূমিকম্পে প্রায় দুই হাজার ৪০০ জন নিহত হয়। খবর আলজাজিরার।

তবে আজ বুধবারের ভূমিকম্পের বিষয়ে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। হেরাত প্রদেশের গভর্নরের অফিস থেকে জানানো হয়েছে, এর আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রদেশটির বিভিন্ন জেলায় ‘ব্যাপক ক্ষক্ষতি’ হয়েছে।

দেশটির তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল ওয়াহিদ রায়ানের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় ৮০ জন আহত হয়েছে এবং প্রদেশের প্রধান হাইওয়ে ভূমিধসে বন্ধ হয়ে গেছে।

গত শনিবার (৭ অক্টোবর) এই হেরাত প্রদেশেই ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প বেশ কয়েকবার আফটারশকের সঙ্গে আঘাত হেনেছিল। তালেবান কর্মকর্তাদের তথ্য অনুসারে ওই ভমিকম্পের ঘটনায় দুই হাজার ৪৪৩ জন লোক নিহত হয় এবং কয়েক হাজার লোক আহত হয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও উদ্ধারকাজ চলছিল।