লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

Looks like you've blocked notifications!
ছবি : এএফপি

লেবাননের দক্ষিণের গ্রাম নাকোরা ও আশেপাশের এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। আজ শুক্রবার (১৩ অক্টোবর) সকালে দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

এনএনএ জানিয়েছে, ব্লু লাইন সংলগ্ন লেবাননের গ্রামগুলোতে ইসরায়েল রাতে বোমা নিক্ষেপ করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর রিকনেসান্স বিমান ব্লু লাইনসংলগ্ন গ্রামগুলোর ওপর দিয়ে চক্কর দিয়েছে।

সংস্থাটি বলছে, ব্লু লাইনের কাছাকাছি বেশিরভাগ বাসিন্দারা নিরাপদ এলাকায় সরে গেছে। একইসঙ্গে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি-বেসরকারি স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে।

২০০০ সালে জাতিসংঘের প্রতিষ্ঠিত ব্লু লাইন ১২০ কিলোমিটার বিস্তৃত এবং লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করে। আনুষ্ঠানিকভাবে দুদেশের স্থল সীমানা প্রতিষ্ঠা না করা পর্যন্ত এটি তাদের একটি অস্থায়ী সীমারেখা এটি।

গত ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় আকারের আক্রমণ শুরু করেছিল। হামাস একে অপারেশন ‘আল-আকসা ফ্লাড’ নামে অভিহিত করেছিল।

এরপর ৮ অক্টোবর হিজবুল্লাহ হামাসের হামলার সমর্থনে শেবা ফার্মের সামরিক সাইটগুলোর দিকে দশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপরেই লেবানন-ইসরায়েল সীমান্তের পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

ওদিনই ইসরায়েলি বাহিনী দক্ষিণ-পূর্ব লেবাননের বেশ কয়েকটি ভারী কামান নিক্ষেপ করে জবাব দেয়।

বৃহস্পতিবার লেবানন কর্মকর্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন। পাশাপাশি সীমান্তে ইসরায়েলের উসকানি বন্ধ করতে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।