বৈশ্বিক সংঘাতে চীন-রাশিয়া সম্পর্ক মজবুত হচ্ছে, দাবি পুতিনের

Looks like you've blocked notifications!
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ছবিটি এএফপি থেকে নেওয়া।

বর্তমানে চীন সফরে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার (১৮ অক্টোবর) চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে আলোচনা করেছেন তিনি। আলোচনার পরেই রুশ প্রেসিডেন্ট বলেছেন, ‘বৈশ্বিক সংঘাতের জন্যই তার দেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও মজবুত হচ্ছে।’ খবর এএফপির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এরপর থেকে কোনো বৈশ্বিক ক্ষমতাধর দেশে যাননি পুতিন। চীনে তার সফরই হলো আগ্রাসনের পর কোনো বৈশ্বিক শক্তিধর দেশে প্রথম সফর। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের এক দশকপূর্তি উপলক্ষে একটি ফোরামের সাইডলাইনে পুরোনো বন্ধুর সঙ্গে আলোচনায় বসেন পুতিন।

আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘বৈশ্বিক অশান্তি চীন ও রাশিয়াকে আরও কাছাকাছি নিয়ে এসেছে। এই সমস্ত সংঘাত উভয় দেশের জন্য সাধারণ হুমকি। আর এতেই রাশিয়া ও চীনের সহযোগিতা শক্তিশালী হচ্ছে।’ সামনের দিকে দুদেশের সম্পর্ক আরও গভীরে নিয়ে যাওয়ার কথাও বলেন রুশ প্রেসিডেন্ট।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্যমতে, শি বলেছেন, ‘দুদেশের মধ্যে রাজনৈতিক ও পারস্পরিক আস্থা ক্রমাগত গভীর হচ্ছে।’ এ সময় ঘনিষ্ঠ সম্পর্ক ও কৌশলগত সমন্বয়ের প্রশংসা করেন চীনের প্রেসিডেন্ট।

এক নোটে শি লেখেন, গত এক দশকে ৪২ বার পুতিনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার। এ সময় তারা গভীর বন্ধুত্বপূর্ণ  সম্পর্ক গড়ে তুলেছিলেন।