পাকিস্তানে প্রশিক্ষণ বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা

Looks like you've blocked notifications!
পাকিস্তানের ম্যাপ

পাকিস্তানের একটি প্রশিক্ষণ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গিরা। আজ শনিবার (৪ নভেম্বর) ভোরের দিকে মিয়ানওয়ালি প্রশিক্ষণ ঘাঁটিতে এই হামলা চালানো হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি বিমান। পাশাপাশি নিহত হয় তিন জঙ্গি। দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর দ্য ডনের।

এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানায়, আজ ভোরের দিকে মিনওয়ালি প্রশিক্ষণ বিমান ঘাঁটিতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। তবে, এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।  সৈন্যদের দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়ার কারণে তাদের এই হামলা বানচাল ও ব্যর্থ করা হয়েছে।

পরে আরেকটি বিবৃতিতে আইএসপিআর জানায়, সৈন্যদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঘাঁটিতে প্রবেশের সময়েই তিন জঙ্গিকে হত্যা করা হয়। আরও তিন জঙ্গিকে ঘাঁটির ভেতরে আটক করা হয়।

জঙ্গিদের হামলার স্থানে থাকা তিনটি বিমান ও জ্বালানি কন্টেইনারের সামান্য ক্ষতি হয়েছে বলে ওই বিবৃতিতে জানায় আইএসপিআর। তারা আরও বলে, যেকোনো মূল্যে দেশ থেকে জঙ্গিবাদ দমনে সেনাবাহিনী বদ্ধ পরিকর।