গাজা ইস্যুতে ফের বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/06/niraapttaa-prissd-thaamb.jpg)
ফিলিস্তিনের গাজা উপত্যকায় একের পর এক সহিংস তৎপরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই ইস্যুতে ফের বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আজ সোমবার (৬ নভেম্বর) রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হবে। সিকিউরিটি কাউন্সিল রিপোর্ট (এসসিআর) নামক সংবাদ ভিত্তিক ওয়েবসাইটের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
প্রতিবেদনে এসসিআর জানিয়েছে, চীন ও আরব আমিরাতের অনুরোধের ভিত্তিতে আজকের বৈঠকটি ডাকা হয়েছে। ধারণা করা হচ্ছে, নিরাপত্তা পরিষদের ১০টি নির্বাচিত দেশের মাধ্যমে এই বৈঠকে ইসরায়েল ও গাজা ইস্যু নিয়ে নতুন একটি সিদ্ধান্ত প্রস্তাব বা রেজোলিউশন গ্রহণ করা হবে।
গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠক নতুন নয়। এর আগেও ইস্যুটিতে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। গাজায় যুদ্ধবিরতি বা মানবিক বিরতিসহ চারটি প্রস্তাব তোলা হয়েছিল ওইসব বৈঠকে। তবে, ভেটোর জন্য সেগুলো নিরাপত্তা পরিষদে পাস হয়নি।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/11/06/niraapttaa-prissd-in.jpg)
এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকা ও পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। আল-জাজিরার তথ্যমতে, ইসরায়েলের হামলায় গাজায় ৯ হাজার ৭৭০ ও পশ্চিত তীরে ১৫২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে পাঁচ হাজারের বেশিই নারী ও শিশু। আহত হয়েছে ২৭ হাজারেরও বেশি লোক। আহতদের মধ্যে ছয় হাজার ৩৬০ জন শিশু এবং চার হাজার ৮৯১ জন নারী রয়েছে।
অন্যদিকে, ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের হামলায় অন্তত এক হাজার ৪৩০ ইসরায়েলি নিহত হয়েছে। যার মধ্যে ৩৪১ জন সৈন্য ও ৫৮ পুলিশ সদস্য রয়েছে। হামাসের হামলায় আহত হয়েছে অন্তত পাঁচ হাজার ৬০০। সংগঠনটির হাতে বন্দি রয়েছে ২৪২ জন।