এখন নির্বাচনের সময় নয় : জেলেনস্কি

Looks like you've blocked notifications!
ইউক্রেনের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি এএফপির

২০২৪ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জোরাল বিতর্কের মধ্যে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এখন নির্বাচনের সঠিক সময় বলে তিনি মনে করেন না। কারণ, দেশটি এখন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে। গতকাল সোমবার (৬ নভেম্বর) তিনি একথা বলেন। 

আগামী বছরের মার্চে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তবে, অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনসহ সব নির্বাচন কৌশলগতভাবে সামরিক আইনের অধীনে বাতিল করা হয়েছে, যা গত বছর সংঘাত শুরু হওয়ার পর থেকে কার্যকর হয়েছে।

জেলেনস্কি তার দৈনিক ভাষণে বলেন, ‘আমাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে এখন প্রতিরক্ষার সময়, যুদ্ধের সময়; যার ওপর রাষ্ট্র এবং জনগণের ভাগ্য নির্ভর করে।’

এটা দেশের ঐক্যবদ্ধ হওয়ার সময়, বিভক্তির নয়—উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘আমি বিশ্বাস করি, এখন নির্বাচনের (সঠিক) সময় নয়।’