দুর্নীতির দায়ে মিয়ানমারে জান্তা প্রধানের মিত্রের জেল

Looks like you've blocked notifications!
মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি প্যারেডে সামরিক বাহিনীর প্রধান মিন অং হ্লাইং। ছবি : এএফপি

মিয়ানমারের জান্তা সরকার প্রধানের ঘনিষ্ঠ এক মিত্রকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। দুর্নীতির দায়ে পাঁচ বছরের জেল দেওয়া হয় ওই ব্যক্তিকে। আজ শনিবার (১১ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা মিয়ানমারের সামরিক বাহিনী সবশেষ কয়েক মাসে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে। বিদ্রোহীদের সঙ্গে তীব্র লড়াই ও প্রবল অর্থনৈতিক চাপের মধ্যেই জান্তা সরকার এমনটি করছে।

নগদ অর্থ সঙ্কটে থাকা জান্তা সরকার সম্প্রতি দেশটির উত্তরাঞ্চলে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোটের তীব্র বাধার মুখে পড়েছে। বিশ্লেষকদের ধারণা, ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো জান্তা সরকার সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই উত্তরাঞ্চলেই রয়েছে চীনের পরিকল্পিত বিলিয়ন ডলার বিনিয়োগের রেল যোগাযোগ নেটওয়ার্ক, যা দেশটির বৈশ্বিক বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো প্রকল্পের অংশ।

দুর্নীতির দায়ে জেল হওয়া মিয়ানমারের ওই কর্মকর্তার নাম সিও হতুত। তিনি দেশটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। গত সেপ্টেম্বরে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

মিয়ানমারের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত দৈনিক গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার আজ এক প্রতিবেদনে জানায়, সামরিক আদালতে হতুতের বিচার করা হয়েছে। আইনের বিভিন্ন ধারায় তাকে অভিযুক্ত করে পাঁচ বছরের সাজা দেওয়া হয়।

পত্রিকাটি বলছে, হতুত নিজের ক্ষমতার অপব্যবহার করে বেশ কয়েকটি কোম্পানিকে মিয়ানমারে ব্যবসার অনুমতি দিয়েছেন। এ জন্য মোটা অংকের অর্থ ঘুষ হিসেবে পেয়েছেন তিনি।