গাজায় বেসামরিকদের ওপর বোমা হামলা বন্ধের আহ্বান ম্যাক্রোঁর

Looks like you've blocked notifications!
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। এএফপির ফাইল ছবি

গাজায় বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। গতকাল শুক্রবার (১০ নভেম্বর) ইসরায়েলকে এ আহ্বান জানিয়ে ম্যাক্রোঁ বলেন, ‘এ ধরনের হামলা চালানোর কোনো যুক্তি নেই।’ খবর এএফপির।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, ‘৭ অক্টোবর হামাসের হামলার পর নিজেদের রক্ষার অধিকার রয়েছে ইসরায়েলের। তবে, ইসরায়েলের পাল্টা হামলায় শিশু, নারী ও বয়স্ক মানুষ নিহত হচ্ছে। তাই এ হামলার কোনো কারণ নেই, কোনো বৈধতা নেই। এজন্য আমরা ইসরায়েলকে গাজায় হামলা বন্ধে আহ্বান জানাচ্ছি।’

ম্যাক্রোঁ বলেন, ‘ফ্রান্স ফিলিস্তিনি হামাস যোদ্ধাদের ইসরায়েলে নজিরবিহীন আন্তসীমান্ত হামলার কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে।’

ইসরায়েল বলেছে, হামাসের ৭ অক্টোবরের হামলায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েলে হামলা চালানোর সময় হামাস যোদ্ধারা ২৪০ জনকে জিম্মি করে।

এদিকে, গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের বিমান ও স্থল হামলায় ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।