ট্রাম্পের বড় বোনের মৃত্যু

Looks like you've blocked notifications!
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর সঙ্গে তার বড় বোন ম্যারিয়্যান ট্রাম্প ব্যারি। ফাইল ছবি এএফপি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর বড় বোন ম্যারিয়্যান ট্রাম্প ব্যারি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। দুটি সূত্র মার্কিন গণমাধ্যম সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছে।

১৯৮৩ সালে নিউ জার্সিতে জন্ম নেওয়া ব্যারি একজন ফেডারেল বিচারক হিসেবে কাজ করেছেন। একইসঙ্গে তিনি আইন পেশায়ও নিয়োজিত ছিলেন। ১৯৯৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমলে আপিলে আদালতের তৃতীয় কোর্টে বিচারক হিসেবে নিয়োগ পান ব্যারি। আর ২০১৯ সালে তিনি অবসরে যান।

যুক্তরাষ্ট্রের আরে গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ম্যানহাটনের নিজের বাড়িতে মারা যান ব্যারি। বিষয়টি জানেন এমন তিনজন তা নিশ্চিত করেছেন। ওই তিনজনের মধ্যে দুজন জানান, সোমবার সকালে পুলিম ব্যারির বাসভবনে ডান। তবে কি কারণে ট্রাম্পের বোন মারা গেছেন সে বিষয়ে কিছুই জানাতে পারেনি নাম প্রকাশে অনিচ্ছুক ওই তিনজন। এ বিষয়ে ট্রাম্পর বক্তব্যের নিউইয়র্ক টাইমস অনুরোধ করলেও তিনি এতে সাড়া দেননি।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ব্যারি ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ ছিলেন। ট্রাম্প হাতেগোনা যে কয়েকজনের পরামর্শ নিতেন তার মধ্যে ব্যারি ছিলেন অন্যতম। অস্ট্রেলিয়ার সম্প্রচার মাধ্যম এবিসি জানিয়েছে, ট্রাম্প ভাই-বোনেরা প্রতি বছরেই একবার হলেও মিলিত হতেন। সবশেষ গত গ্রীষ্মে তারা ট্রাম্পের গলফ ক্লাবে মিলিত হয়েছিলেন।

২০২০ সালে ট্রাম্পের ভাইয়ের মেয়ে মেরি ট্রাম্প একটি কল রেকর্ডিং প্রকাশ করেন। ট্রাম্পের হোয়াইট হাউজে থাকাকালে সেই রেকর্ডিংয়ে ব্যারিকে প্রেসিডেন্টে সমালোচনা করতে শোনা যায়। ওসই রেকর্ডিংয়ে ব্যারি বলেন, ‘নিজের কারণেই ডোনাল্ডকে ক্ষমতা ছাড়তে হয়েছে। আমি বিষয়টি পরিষ্কার করে বলতে চাই। তার প্রস্তুতির অভাব ছিল। তার কোনো আদর্শ নেই।’