হামে বিশ্বজুড়ে মৃত্যু বেড়েছে ৪০ শতাংশ : ডব্লিউএইচও

Looks like you've blocked notifications!
ভারতের মুম্বাইয়ে এক শিশুকে হামের টিকা খাওয়ানো হচ্ছে। ফাইল ছবি এএফপি

বিশ্বজুড়ে বেড়েছে হামের প্রকোপ। ২০২২ সালে বিশ্বজুড়ে হামে মৃত্যুর সংখ্যা বেড়েছে ৪০ শতাংশ পর্যন্ত। অতিমারী কোভিডের সময় হামের টিকা দেওয়ার মাত্রা নাটকীয়ভাবে কমে যাওয়ার জন্যই এমনটি হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

ডব্লিউএইচও এবং যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর ৩৭টি দেশে মহামারি আকারে দেখা মিলে সংক্রামক রোগটির। এর আগের বছর অর্থাৎ, ২০২১ সালে ২২টি দেশে সংক্রামক রোগটির প্রাদুর্ভাব ছিল। ২০২২ সালে ৯০ লাখ শিশু হামে আক্রান্ত হয়েছিল। আর প্রাণ হারিয়েছে এক লাখ ৩৬ হাজার শিশু। আর এমনটি বেশি হয়েছে গরীব দেশগুলোতে।

বৈশ্বিক সংস্থাটি বলছে, সবশেষ ১৫ বছরের মধ্যে গত বছর হামে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২০ শতাংশ। অতিমারী কোভিডের জন্য যথাযথভাবে হামের টিকা না দেওয়াকেই এর জন্য দুষছে সংস্থাটি। এক বিবৃতিতে সিডিসির জন ভার্টেফিউইল বলেন, ‘হামের প্রাদুর্ভাব এবং মৃত্যু বৃদ্ধি বিস্ময়কর। দুর্ভাগ্যবশত, গত কয়েক বছরে আমরা যে কমে যাওয়া টিকাদানের হার দেখেছি সে অনুযায়ী এটি অপ্রত্যাশিত নয়।’

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সংক্রামক রোগের মধ্যে সবচেয়ে পরিচিত হাম। সংক্রমিত ব্যক্তির কাশি বা হাঁচির সঙ্গে এটি বাতাসে ছড়িয়ে পড়ে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা যায়। 

হামের টিকার দুই ডোজ সংক্রামক রোগটির বিরুদ্ধে অত্যন্ত সুরক্ষামূলক। এই সংক্রামক রোগের ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, ল্যাটিন আমেরিকা ও ভারত। ডব্লিউএইচও ও সিডিসি বলছে, দরিদ্র দেশগুলোতে টিকা দেওয়ার হার প্রায় ৬৬ শতাংশ।