ইমরান খানের সাবেক উপদেষ্টার ওপর এসিড হামলা
কারা অন্তরীণ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক উপদেষ্টা মির্জা শাহজাদ আকবরের ওপর এসিড হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যে নিজ বাড়ির বাইরে তিনি হামলার শিকার হন বলে দাবি করা হয়েছে। খবর বিবিসির।
মির্জা শাহজাদ আকবর বলেন, ‘হামলায় অল্পের জন্য আমার চোখ রক্ষা পেয়েছে। তবে, শরীরের অন্যান্য জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
যুক্তরাজ্যের পুলিশ এ ঘটনা তদন্ত করছে। তবে, তারা এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে শাহজাদ আকবর লেখেন, ‘হামলাকারী এসিড ছুড়ে দৌড়ে পালিয়ে যায়।’ আরেক পোস্টে তিনি লেখেন, ‘যারা এমন কাজ করছে, তাদের আমি ভয় পাই না। মাথানত করব না।’
বিবিসিকে শাহজাদ আকবর বলেন, ‘যুক্তরাজ্যে আসার পর থেকেই আমাকে ও আমার পরিবারকে প্রতিনিয়ত হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমার ভাইকে গায়েব করা হয়েছিল। এই এসিড হামলা হুমকিরই অংশ।’ তবে কা বা কারা এই হামলা ও হুমকি দিচ্ছে, সে বিষয়ে মুখ খুলেননি তিনি।
হার্টফোর্ডশায়ার কাউন্টি পুলিশ বলেছে, গত রোববার (২৬ নভেম্বর) বিকেলে তারা হামলার খবর পেয়েছেন। পুলিশের ধারণা, এসিড জাতীয় কিছু ওই হামলায় ব্যবহার করা হয়েছে। তারা বলেন, হাসপাতালে এক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, শাহজাদ আকবরের নিরাপত্তার জন্য হামলাস্থলের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হচ্ছে না।
ইমরান খান সরকারের মন্ত্রী ছিলেন শাহাজাদা আকবর। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে দায়িত্ব হারান তিনি।