স্যাটেলাইট উৎক্ষেপণের সমালোচনা উড়িয়ে দিলেন কিমের বোন

Looks like you've blocked notifications!
কিম ইয়ো জং। ছবি : এএফপি

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং পিয়ংইয়ংয়ের সম্প্রতি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের আন্তর্জাতিক নিন্দাকে ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দিয়েছেন। যদিও আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তিনি বলেছেন, তার দেশ কখনোই তাদের মহাকাশ কর্মসূচি পরিত্যাগ করবে না। খবর এএফপির।

গত ২১ নভেম্বর উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা স্যাটেলাইটের উৎক্ষেপণ নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার এক অধিবেশন আয়োজন করে। এরপর কিম ইয়ো জংয়ের এই বিবৃতি এলো।

অধিবেশন চলাকালে জাতিসংঘের একজন উর্ধ্বতন কর্মকতা পরিষদকে বলেন, এই আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন প্রস্তাবে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে কোনো উৎক্ষেপণ চালানো থেকে পিয়ংইয়ংকে ‘স্পষ্টভাবে নিষিদ্ধ’ করা হয়েছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’ পরিবেশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, ‘একটি অনাচার সংস্থায় পরিণত হওয়ায় আমি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা জানাই। সংস্থাটি স্বাধীন বিভিন্ন রাষ্ট্রের সার্বভৌমত্ব অযৌক্তিকভাবে লংঘন করছে।’

ইয়ো জং উত্তর কোরিয়া সরকারের ক্ষমতাধর প্রধান নারী মুখপাত্র। উত্তর কোরিয়ার সরকারি নাম উল্লেখ করে ইয়ো জং বলেন, ডিপিআরকের স্যাটেলাইট প্রযুক্তির বিরুদ্ধে সমালোচনা ছিল ‘মিথ্যা’ যুক্তি, যা দেশটির সার্বভৌম অধিকার অস্বীকার করে। তিনি বলেন, এক্ষেত্রে উত্তর কোরিয়া ‘তাদের সার্বভৌম অধিকারের প্রয়োগ অব্যাহত রাখবে।’