গাজার রাফাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত

Looks like you've blocked notifications!
গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা সীমান্তে ইসরায়েলি জিম্মিদের নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে পৌঁছে আন্তর্জাতিক রেডক্রসের গাড়িবহর। ছবি : এএফপি

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে আজ শুক্রবার (১ ডিসেম্বর) সকালে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এ কথা জানিয়েছেন। এএফপির বরাতে খবর বাসসের।

এদিকে আল-আহলি হাসপাতালের চিকিৎসক ফাদেল নাঈম বলেছেন, গাজা শহরে পৃথক বিমান হামলায় দুই শিশু নিহত হয়েছে। ইসরাইল ও হামাস যোদ্ধাদের মধ্যে সাত দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই তারা ফের যুদ্ধ শুরু করে।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির মেয়াদ আজ শুক্রবার (১ ডিসেম্বর) সকালে শেষ হয়। এরপর অধিকৃত গাজা উপত্যকায় আবারও বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উপত্যকার দক্ষিণাঞ্চলে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র  ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া গাজায় অবস্থানরত বিবিসির সূত্রগুলো এই হামলার কথা নিশ্চিত করেছে।

সূত্রগুলো আরও জানায়, গাজার উত্তরাঞ্চলেও বিস্ফোরণের খব পাওয়া গেছে এবং শহরের উত্তরপশ্চিমাঞ্চল থেকেও গুলির শব্দ আসছে। এ ছাড়া বিবিসি টেলিভিশনে সরাসরি বিস্ফোরণের দৃশ্য দেখা যায়।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা গাজায় হামাসের বিরুদ্ধে আবারও হামলা শুরু করেছে। দেশটির সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভাঙার অভিযোগ এনেছে।

গত সাত দিনের যুদ্ধবিরতিতে হামাস ১১০ জন জিম্মিকে মুক্তি দিয়েছে। অপরদিকে, ইসরায়েলের কারাগার থেকে মুক্ত করা হয়েছে ২৪০ জন ফিলিস্তিনিকে। যুদ্ধবিরতি চলার সময় বিভিন্ন ধাপে হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি ও বন্দি বিনিময়ের এ ঘটনা ঘটে।