গাজায় ৯৯ ধারা কার্যকরে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

Looks like you've blocked notifications!
জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। ছবি এএফপি

গাজায় জাতিসংঘ সনদের ৯৯ ধারা কার্যকরে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। ইসরায়েল, হামাস ও তাদের মিত্রদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে সংস্থাটি কোনো রেজুলেশন গ্রহণ না করার কারণে জাতিসংঘ মহাসচিবের এই ডাককে একটি বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। খবর আলজাজিরার।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাধর সংস্থা হিসেবে বিবেচনা করা হয়।

নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা চিঠিতে গুতেরেস এই দায়দায়িত্বের কথা তুলে ধরে বলেন, তিনি মনে করেন ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি ক্রমশ অবনতিশীল হুমকি হিসেবে দেখা দিতে পারে।

গত ১৮ অক্টোবর থেকে গাজায় মানবিক যুদ্ধবিরতির জন্য ক্রমাগত আহ্বান জানিয়ে আসছেন গুতেরেস। তিনি সেখানকার পরিস্থিতি ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মানুষের জন্য ভয়ঙ্কর মানবিক দুর্দশা, অবকাঠামোর ধ্বংসযজ্ঞসহ একটি মানসিক সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে বলে উল্লেখ করেন।

অ্যান্টোনিও গুতেরেসের এই চিঠির প্রতি সাড়া দিয়ে নিরাপত্তা পরিষদের সদস্য দেশ সংযুক্ত আরব আমিরাত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, তারা নিরাপত্তা পরিষদের কাছে একটি খসড়া রেজুলেশনে দাখিল করেছে; যেখানে জরুরিভাবে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘ মহাসচিবের উপদেশ অনুযায়ী, যদি নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির জন্য একটি রেজুলেশন গ্রহণ করে তবে তার বাস্তবায়ন নিশ্চিত করতে অতিরিক্ত ক্ষমতা রয়েছে সংস্থাটির হাতে। এর মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা আরোপ অথবা আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বৈধতা দেওয়া। তবে সংস্থাটির পাঁচটি স্থায়ী সদস্য চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের রয়েছে ভেটো প্রদানের ক্ষমতা।

গত ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্র ভেটো প্রদানের ক্ষমতা প্রয়োগ করে। যদিও গাজায় মানবিক সহায়তাপণ্য সরবরাহ নিশ্চিত করতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ১২টি দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে রাশিয়া ও যুক্তরাজ্য ভোট প্রদানে বিরত থাকে।