পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে ছয় ফিলিস্তিনি নিহত

Looks like you've blocked notifications!
অধিকৃত পশ্চিম তীরের আল-ফারাহ শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় স্বজনহারা নারীরা কান্না করছেন। ছবি : এএফপি

অধিকৃত পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই অভিযানে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে ছয় ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শুক্রবার (৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে। অভিযানের বিষয়টি স্বীকার করে ইসরায়েল জানিয়েছে, সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে তারা। খবর এএফপির।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পশ্চিম তীরের তুবাস শহরের নিকটবর্তী আল-ফারাহ শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহতদের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে। নিহত সবাই দখলদার ইসরায়েলের গুলিতে নিহত হয়েছে।

এদিকে, ওই শরণার্থী শিবিরে গুলিবিদ্ধ ছয়জনের চিকিৎসার কথা জানিয়েছে রেড ক্রিসেন্ট। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বৈশ্বিক সংস্থাটি।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বিস্ফোরণ ও আগুন দিতে দিতে শরণার্থী শিবিরে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। এরপরেই সেখানে সংঘর্ষ বাড়ে।

এ বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ওই শরণার্থী শিবিরে যৌথ অভিযান চালানো হয়েছে। এ সময় দুই ওয়ান্টেড সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, দুপক্ষের গোলাগুলির সময় বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে। সেখানে দুটি এম-১৬ রাইফেল পাওয়া গেছে।