ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলা হয়েছে। শুক্রবার ভোরে অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওয়াশিংটন গাজায় ইসরায়েলের বোমাবর্ষণকে সমর্থন করার কারণে এই অঞ্চল জুড়ে মার্কিন সৈন্য এবং স্থাপনাগুলি আক্রমণের মুখে পড়েছে। খবর আল-জাজিরার।
নামপ্রকাশে অনিচ্ছুক মার্কিন ও ইরাকি সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ভোরের দিকে জেলা গৃহায়ণ সরকার ও কূটনৈতিক ভবনের কাছে এই রকেট হামলা হয়।
একজন ইরাকি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, হামলায় ১৪টি কাতাউসা রকেট হামলা হয় এবং কিছু হামলা হয়েছে দূতাবাসের দরজায়। অন্যগুলো টাইগারস নদীর কাছাকাছি গিয়ে পড়ে।
ওই কর্মকর্তা আরও বলেন, এই হামলায় ক্ষয়ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি।
এক বিবৃতি মার্কিন দূতাবাস তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, ভোর সোয়া ৪টায় দূতাবাসপ্রাঙ্গণে ‘দুটি সালভো রকেট’ নিক্ষেপ করা হয়েছিল।
৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়া ও ইরাকে মার্কিন বাহিনীগুলো ঘন ঘন হামলার শিকার হচ্ছে। গাজার যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন দেওয়াই এর কারণ বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।