জেলে ইমরান খান, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নির্বাচনি প্রচারণায় পিটিআই
পাকিস্তানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়বে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সেই নির্বাচনে দলীয় প্রচারণায় ইমরান খানের অডিও বক্তব্য শুনেছেন অনেকে। কিন্তু কীভাবে? তিনি তো এখনও কারাগারে। পরে জানা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ইমরান খানের কণ্ঠ নকল করে দেওয়া হয়েছে ওই বক্তৃতা। খবর এএফপির।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, গত আগস্ট থেকেই জেলে বন্দি আছেন ইমরান খান। সরকারি গোপন নথি ফাঁসের অভিযোগে বিচার হচ্ছে তার। তবে, অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। তার দাবি, ফেব্রুয়ারির নির্বাচনে তিনি যাতে অংশ নিতে না পারেন, সেজন্যই এমনটি করা হচ্ছে।
ইমরান খান না থাকলেও নির্বাচনে যাচ্ছে পিটিআই। নির্বাচনের প্রচারণা উপলক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ৭১ বছর বয়সী ইমরানের চার মিনিটের একটি অডিও বার্তা প্রকাশ করেছে দলটি। একইসঙ্গে একটি ভার্চ্যুয়াল র্যালির ভিডিও প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অডিও ও ভিডিও প্রকাশ করেছে পিটিআই। কিন্তু, এবার আর আগের মতোন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা ভিডিও ও অডিও সেন্সর করা হয়নি।
পিটিআই থেকে বলা হয়, আইনজীবীর মাধ্যমে কারাগার থেকেই স্ক্রিপ্ট পাঠিয়েছিলেন ইমরান খান। সেই স্ক্রিপ্টকে এআইয়ের মাধ্যমে অডিওতে রূপান্তর করা হয়েছে। ইমরান খানের কণ্ঠকে ক্লোন করেই অডিওটি করা হয়েছে।
ওই অডিওতে ইমরান খানের কণ্ঠে শোনা যায়, ‘আমার সহকর্মী পাকিস্তানিরা, আমি প্রথমে এই ঐতিহাসিক প্রচেষ্টার জন্য সোশ্যাল মিডিয়া টিমের প্রশংসা করতে চাই। হয়তো আপনারা সবাই ভাবছেন আমি জেলে থেকে কীভাবে কথা বলছি। সত্যিকারের স্বাধীনতার জন্য আমার সংকল্প খুবই দৃঢ়।
অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স (সাবেক টুইটার) এবং ইউটিউবে প্রকাশ করা হয়েছে। পিটিআই কর্তৃক প্রকাশিত পাঁচ ঘণ্টার লাইভস্ট্রিমের শেষের দিকে ওই অডিওটি সম্প্রচার করা হয়। অডিওর সঙ্গে ইমরান খানের আগের ফুটেজ এবং স্থির ছবি সংযুক্ত করে দেওয়া হয়।