লোহিত সাগরে জাহাজে ফের হামলা

Looks like you've blocked notifications!
লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে আটক ইসরায়েলি জাহাজে সাহায্যের জন্য একটি নৌযান যাচ্ছে। স্যাটেলাইটের ছবিটি গত ২৮ নভেম্বর প্রকাশ করেছিল ম্যাক্সার টেকনোলজিস। ফাইল ছবি এএফপির

লোহিত সাগরে জাহাজে আক্রমণ কোনোভাবেই থামছেই না। এবার নরওয়ের একটি জাহাজে হামলা চালানো হয়েছে। তবে, কিসের দ্বারা নৌযানটি আঘাতপ্রাপ্ত হয়েছে তা নিশ্চিত করা যায়নি। বলা হচ্ছে, আজ সোমবার (১৮ ডিসেম্বর) অজ্ঞাত বস্তুর মাধ্যমে নরওয়ের জাহাজটি আঘাতপ্রাপ্ত হয়েছে। 

ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলা চালানোর পর এই রুটটি ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি জাহাজ কোম্পানি। ঠিক সে সময়ই নরওয়ের জাহাজে হামলার খবর এলো। খবর এএফপির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, নরওয়ের কোম্পানি নরওয়েস ইনভেন্টর কেমিক্যাল ট্যাংকার্স বলেছে, দ্য এমটি সোয়ান অ্যাটলান্টিক নামের জাহাজটি ফ্রান্স থেকে ভারত মহাসাগরের রিউইনিয়ন দ্বীপে যাচ্ছিল। বায়োফুয়েল ফিডস্টক ছিল জাহাজটিতে।

এক বিবৃতিতে নরওয়েস ইনভেন্টর কেমিক্যাল ট্যাংকার্স জানিয়েছে, সৌভাগ্যবশত এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলায় নৌযানটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্রু ও জাহাজটিকে বর্তমানে মার্কিন নৌবাহিনী সহায়তা করছে। তাদের সুরক্ষা দিয়ে নিরাপদে নেওয়া হচ্ছে।

এএফপি বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান হামলায় ফিলিস্তিনের সশস্ত্র সংগটনটিকে সমর্থন দিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে লোহিত সাগর ব্যবহার করা জাহাজে হামলা চালাচ্ছে তারা। ইয়েমেন, ইরিত্রিয়া ও জিবুতির মধ্যে থাকা বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে প্রায় প্রতিদিনিই ড্রোন হামলা চালানো হচ্ছে। হামলার জেরে কনটেইনারবাহী জাহাজগুলো আফ্রিকা দিয়ে ঘুরে জাহাজ চলাচলের কথা জানিয়েছে। তবে, এতে ব্যয় কয়েকগুণ বেড়ে যাবে।