সহিংসতায় জড়িত ইসরায়েলিদের ভিসা নিষেধাজ্ঞা দেবে ফ্রান্স
পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপনকারী ও সহিংসতা চালানো ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার সে পথেই হাঁটার কথা জানিয়েছে ফ্রান্স। প্যারিসে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুনের সঙ্গে বৈঠকের সময় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কোলোন্না এই ঘোষণা দেন। খবর আল-জাজিরার।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ক্যাথেরিন কোলোন্না বলেছেন, ‘ফ্রান্স কিছু চরমপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চরমপন্থি বসতি স্থাপনকারীদের সহিংসতা আমি নিজেই দেখতে সক্ষম হয়েছি, যা অগ্রণযোগ্য।’
সম্প্রতি ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পরিদর্শনে গিয়েছিলেন ফ্রান্সে পররাষ্ট্রমন্ত্রী। পরিদর্শন শেষে প্যারিসে ফেরেন তিনি।
জাতিসংঘের তথ্যমতে, পশ্চিম তীরে বসবাস করা ফিলিস্তিনিদের নির্যাতন করছে ইসরায়েলের বসতি স্থাপনকারীরা। ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু থেকে এ পর্যন্ত ৩০০ এরও বেশি হামলার ঘটনা ঘটেছে।
চলতি মাসের শুরুর দিকে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ওই সময় তারা বলেছিল, পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার সঙ্গ জড়িতদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর চলতি মাসের মাঝামাঝি দিকে ইউরোপীয় কমিশনের প্রধানও চরমপন্থি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া কথা জানান।