রাফাহর প্রতি কিলোমিটারে রয়েছে ১২ হাজার মানুষ : জাতিসংঘ
ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে রাফাহ শহর। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ শুরুর পরই ঘনবসতিপূর্ণ শহরে পরিণত হয়েছে মিসরের সীমান্তে থাকা এলাকাটি।। এই শহরের প্রতি কিলোমিটারে বর্তমানে বাস করছে ১২ হাজার মানুষ। জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ আজ বুধবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
ওসিএইচএ বলছে, গাজা উপত্যকায় লোকজন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়ার কারণে রাফাহ জনাকীর্ণ হয়ে পড়েছে। সেখানকার জীবনযাপনের পরিস্থিতি ভয়াবহ। জাতিসংঘের মানবিক সংস্থাটি বলেছে, রাফাহর প্রতি কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১২ হাজার ছাড়িয়েছে। যা যুদ্ধের আগের তুলনায় চারগুণ। সেখানে থাকা মানুষ খাদ্য, পানি ও নিরাপত্তাহীনতায় ভুগছে। স্যানিটেশন ব্যবস্থা খুবই খারাপ। প্লাস্টিক দিয়ে তাঁবু করে সেখানে আশ্রয় নিয়েছে হাজার হাজার ফিলিস্তিনি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এর জেরে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে অনবরত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সংঘাতের প্রথম দিকে উত্তর গাজার বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে বলে তারা। এরপর রাফাহ সীমান্তে গাজাবাসীকে যেতে বলা হয়। তবে, সেখানেও প্রতিনিয়ত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
এদিকে, ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজায় সংক্রামক রোগের প্রভাব বেড়েছে। শুধুমাত্র তাদের আশ্রয় কেন্দ্রে তিন লাখ ৬০ হাজারের বেশি মানুষ সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে। খাদ্যের অভাব, বেঁচে থাকার মৌলিক জিনিসপত্র এবং দুর্বল স্বাস্থ্যবিধির জন্যই এমনটি হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।