ব্রিকসের সদস্য পদ প্রত্যাখ্যান করল আর্জেন্টিনা

Looks like you've blocked notifications!
আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। ফাইল ছবি এএফপির

বিকাশমান পাঁচ অর্থনীতির দেশের জোট ব্রিকসের সদস্যপদ আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে আর্জেন্টিনা। জোটটিতে যোগদানের আমন্ত্রণপত্র প্রত্যাখ্যান করে আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) চিঠি পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। আর্জেন্টিনার প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা ব্রিকস জোট গঠিত। গত আগস্টে জোটটিতে আরও ছয় দেশকে সদস্য করার ঘোষণা দেওয়া হয়। মূলত, পশ্চিমা নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের জন্য জোটটি গঠিত।

ওই সময় বলা হয়েছিল আর্জেন্টিনা, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, মিসর ও সংযুক্ত আরব আমিরাত ব্রিকসে যোগ দিচ্ছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে তারা জোটের সদস্য হবে।

জাভিয়ের মিলেই স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ব্রিকসের সদস্য হওয়ার জন্য এখন উপযুক্ত সময় নয়। বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি আগের সরকারের থেকে অনেক আলাদা। পূর্ববর্তী সরকারের অনেক সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।

এএফপি বলছে, চলতি মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডানপন্থী গণতন্ত্রকামী নেতা জাভিয়ের মিলেই। নির্বাচনের আগে প্রচারণায় ব্রিকসে যোগদান না করার কথা জানিয়েছিলেন তিনি। নির্বাচনি প্রচারণায় জাভিয়ের মিলেই বলেছিলেন, আমাদের ভূরাজনৈতিক সঙ্গী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আমরা কমিউনিস্টদের সঙ্গে মিত্রতা করতে যাচ্ছি না।