ধনী বিনিয়োগকারীদের জন্য 'গোল্ডেন ভিসা' প্রকল্প বাতিল করল অস্ট্রেলিয়া

Looks like you've blocked notifications!
ছবি আইপেপারফ্ল্যায়ার থেকে নেওয়া

তথাকথিত ‘গোল্ডেন ভিসা’ বাতিল করেছে অস্ট্রেলিয়া। এ ভিসা পদ্ধতির আওতায় এই বিনিয়োগকারীরা অস্ট্রেলিয়ায় বসবাসের অধিকার পেতেন। তবে, বিদেশি ব্যবসায়ীদের আকৃষ্ট করার এই পরিকল্পনা দেশকে ‘দরিদ্র অর্থনীতির দিকে ঠেলে দিচ্ছে’ বলে মনে করছে সরকার। ফলে বাতিল করা হলো এই স্কিম। খবর বিবিসির। 

গতকাল সোমবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, সমালোচকেরা দীর্ঘদিন ধরে যুক্তি তুলে ধরে দাবি করছিলেন, এই প্রকল্প ‘দুর্নীতিবাজ কর্মকর্তা’দের দ্বারা ‘অবৈধ তহবিল গঠনে’ ব্যবহার করা হচ্ছে। 

২০২২ সালে এই সিগনিফিকেন্ট ইনভেস্টর ভিসা (সিভ) নামের বিশেষ ভিসা প্রকল্প চালু করে অস্ট্রেলিয়ার সরকার। পরে এই প্রকল্প পরিচিতি পায় ‘গোল্ডেন ভিসা’ নামে। 

ওই বছরে ঘোষণা করা হয়েছিল—অস্ট্রেলিয়ায় যেসব বিদেশি বিনিয়োগকারী কমপক্ষে ৫০ লাখ অস্ট্রেলীয় ডলার (৩৩ লাখ ডলার বা ২৬ লাখ ইউরো) বিনিয়োগ করেছেন বা শিগগিরই করতে ইচ্ছুক, তাদেরকে এই ভিসা প্রদান করা হবে।

প্রকল্প চালুর পর কয়েক হাজার সিভ বা গোল্ডেন ভিসা ইস্যু করে অস্ট্রেলিয়ার সরকার। সম্প্রতি সেই সব ভিসা এবং ভিসা ইস্যুর পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কিত একাধিক যাচাইয়ের পর দেখা গেছে, যে লক্ষ্য নিয়ে প্রকল্পটি চালু করা হয়েছি, তা পূরণের ধারে কাছেও পৌঁছানো সম্ভব হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী ক্লার ও’নিল বিবৃতিতে বলেছেন, ‘আমাদের দেশ এবং অর্থনীতির প্রয়োজনের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে এই প্রকল্পটি চালু করা হয়েছিল। দুর্ভাগ্যবশত সেই উদ্দেশ পূরণ হয়নি।’