কানাডার উত্তরাঞ্চলে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি, পিক্সাবে থেকে নেওয়া

কানাডার বরফাচ্ছন্ন উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। রিও টিন্টো খনির শ্রমিকদের বহন করছিল উড়োজাহাজটি। অস্ট্রেলিয়ার ওই খনি কর্তৃপক্ষ জানিয়েছে, ডিয়াভিক খনির দিকে যাত্রাপথে মঙ্গলবার (২৩ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমান পরিচালনা সংস্থার একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনায় একজন বেঁচে গেছেন।

কানাডার ওন্টারিও প্রদেশের ট্রেন্টন রেসকিউ বিভাগ জানায়, ফোর্ট স্মিথ থেকে আঞ্চলিক রাজধানী ইয়েলোনাইফে যাওয়ার জন্য উড়োজাহাজটি আকাশে ওঠার পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে।

কানাডার রেঞ্জার দল পরে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ শনাক্ত করে। এরপর প্যারাস্যুটে করে সেখানে নামে সার্চ অ্যান্ড রেসকিউ মিশনের কারিগরি দল। নর্থওয়েস্টার্ন এয়ার উড়োজাহাজটি পরিচালনা করছিল। তারা জানায় রানওয়ে থেকে এক কিলোমিটারেরও বেশি দূরে গিয়ে এটি বিধ্বস্ত হয়।

কানাডার পরিবহণ নিরাপত্তা বোর্ড দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

রিও টিন্টো খনির প্রধান নির্বাহী জ্যাকব স্টেয়াসহোম এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।