পাকিস্তানের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইমরানের মিত্ররা

Looks like you've blocked notifications!
পাকিস্তানে জেলে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছবির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক শিশু। ছবি : এএফপি

পাকিস্তানের সাধারণ নির্বাচনে কারান্তরীণ ইমরান খান সমর্থিত প্রার্থীরা তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দলের প্রার্থীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। গতকাল বিকেলে ভোটগ্রহণ শেষ হয়ে যাবার পর অনেক দেরিতে আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে ধীরে ধীরে ফলাফল ঘোষণা করতে থাকে কর্তৃপক্ষ। তবে কালক্ষেপণের কারণে নির্বাচনে কারচুপিরও অভিযোগ উঠছে। খবর এএফপির।

নির্বাচনে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। তবে দলটির সঙ্গে জড়িত নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন প্রতীক নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ ঘোষিত ফলাফল অনুযায়ী পিটিআই সমর্থিত প্রার্থীরা পেয়েছেন ১২টি আসন। অন্যদিকে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) পেয়েছে ১৪টি আসন। ২৬৬ আসনের জাতীয় পরিষদ নির্বাচনে ইতোমধ্যে মাত্র ৩৭টি আসনের ফলাফল ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।

এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার কিছুক্ষণ আগে পিটিআইয়ের প্রধান সংগঠক ওমর আইয়ুব খান এক ঘোষণায় বলেন, তার দল নির্বাচনে ভালো করবে এ বিষয়ে তিনি খুবই আস্থাশীল।  গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘তেহরিক-ই-ইনসাফ সমর্থিত প্রার্থীদের দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে পরবর্তী সরকার গঠন করার সামর্থ রয়েছে।’

তবে বৃহস্পতিবারের এই নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের বেশিরভাগ আসন পাবে এমনটা ধরে নেওয়া হয়। বিশ্লেষকরা বলছেন ৭৪ বছর বয়সী নওয়াজ শরীফ সামরিক বাহিনীর আশীর্বাদপুষ্ট হওয়ার কারণেই এমনটা হতে পারে।