‘ফ্রি প্যালেস্টাইন’ চিৎকার করে শরীরে আগুন দিলেন মার্কিন বিমানসেনা

Looks like you've blocked notifications!
ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাস। ছবি : টাইমস অব ইসরায়েল

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে ‘ফ্রি প্যালেস্টাইন’ চিৎকার করে নিজের গায়ে আগুন দিয়েছেন একজন মার্কিন বিমানসেনা। গতকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে দেশটির জরুরি বিভাগ জানিয়েছে। খবর বিবিসির।

শহরটির অগ্নিনির্বাপক দপ্তর জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার অবস্থা এখন সংকটাপন্ন। হাসপাতালে নেওয়ার আগে মার্কিন গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তার গায়ের আগুন নিভিয়ে ফেলেন।

আরও পড়ুন : গাজায় উচ্ছেদ অভিযান চালাতে ইসরায়েলের নতুন পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী পরে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, ওই ব্যক্তি মার্কিন বিমান বাহিনীর একজন সক্রিয় বিমানসেনা। এ বিষয়ে ওয়াশিংটন পুলিশ  বিভাগের পাশাপাশি মার্কিন গোয়েন্দা বিভাগ ও অন্যান্য কর্তৃপক্ষ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।

ওয়াশিংটন পুলিশ বিভাগ জানায়, রোববার দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে ইন্টারন্যাশনাল ড্রাইভের ৩৫০০ ব্লকে। ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দাহ্য পদার্থ দিয়ে শরীরে লাগানো আগুন নিয়ে লোকটি ‘ফ্রি প্যালেস্টাইন’ (ফিলিস্তিন মুক্ত কর) বলে চিৎকার করছেন।

ওই ব্যক্তির সঙ্গে সংযোগ থাকতে পারে এমন আশঙ্কায় সন্দেজনক গাড়ি চলাচলের ওপর নজর রাখতে ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যদের পাঠানো হয়। তবে পরে এলাকটিকে নিরাপদ হিসেবে ঘোষণা করা হয়। এ ঘটনায় ইসরায়েলি দূতাবাসের কেউ আহত হয়নি বলেও জানানো হয়। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাসের কোনো কর্মীর পরিচিত লোক ছিলেন না ওই ব্যক্তি।

যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাসের সামনে এ ধরনের ঘটনা এই প্রথম নয়। গত ডিসেম্বরে জর্জিয়া অঙ্গরাজ্যের ইসরায়েলি কনস্যুলেটের সামনে গায়ে আগুন দিয়েছিল এক প্রতিবাদকারী। পরে পুলিশ জানায়, নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দেন ওই বিক্ষোভকারী। এ সময় তার কাছে ফিলিস্তিনের পতাকাও পাওয়া যায়।