বসনিয়া-মন্টেনেগ্রো সীমান্তে ৫.৪ মাত্রার ভূমিকম্প
বসনিয়া ও মন্টেনেগ্রো সীমান্ত এলাকাজুড়ে আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর-ইউএসজিএস।
এই ভূকম্পনের কেন্দ্র ছিল মন্টেনেগ্রোর পশ্চিমাঞ্চলীয় নিকসিক শহর থেকে ২০ কিলোমিটার দূরে এবং সেটি বসনিয়ার বিলেকা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। খবর এএফপির।
ভূমিকম্পটির গভীরতা ছিল ৭.৬ কিলোমিটার এবং তা ২০০ কিলোমিটার দূরে বসনিয়ার রাজধানী সারায়েভো থেকেও অনুভূত হয়। বলকান এই অঞ্চলটি বেশ ভূমিকম্পপ্রবণ।
এর আগে ২০২২ সালের এপ্রিলে বসনিয়ার স্টোলাক অঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে একজনের মৃত্যু ও বেশ কিছু লোকের আহত হওয়ার ঘটনা ঘটেছিল।
২০২০ সালে ডিসেম্বরে ৬.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ক্রোয়েশিয়ার মধ্যাঞ্চলে সাতজন মারা যায় এবং শত শত দালানকোঠা ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। সে বছরের মার্চ মাসে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এছাড়া ২০১৯ সালে মন্টেনেগ্রোর পার্শ্ববর্তী আলবেনিয়ায় রিখটার স্কেলে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ৫০ জন মারা যায় এবং বেশ কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে।