আফগানিস্তানে তুষারপাতের তীব্রতা, অর্ধশতাধিক প্রাণহানি

Looks like you've blocked notifications!
বাসসে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া ছবি

আফগানিস্তানে গত তিন সপ্তাহে প্রবল বৃষ্টি ও তুষারে অন্তত ৬০ জন প্রাণ হারিয়েছে। দেশটির দুর্যোগ মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র জানান সায়েক এক ভিডিও বার্তায় বলছেন, গত ২০ ফেব্রুয়ারি থেকে অস্বাভাবিক বরফ ও বৃষ্টির কারণে ৬০ জন মারা গেছে। এতে আরও ২৩ জন আহত হয়েছে। তিনি আরও বলেছেন, প্রায় এক হাজার ৬৪৫টি বাড়িঘর হয় আংশিক না  হয় পুরোই ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া প্রায় এক লাখ ৭৮ হাজার গবাদি পশু মারা গেছে।

গতকাল বুধবার (১৩ মার্চ) আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয় এ কথা জানায়।

মার্কিন সমর্থিত সরকারের পতন এবং তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর দরিদ্র এ দেশটিতে বিদেশি সাহায্য একেবারে কমে গেছে। ফলে দেশটির দুর্যোগ মোকাবিলার সক্ষমত্রাও হ্রাস পেয়েছে।

এদিকে, গত অক্টোবরের ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে নতুন করে বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যা থেকে সেখানে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।