প্রিন্সেস ক্যাথরিন ক্যানসার থেকে সুস্থ হয়ে উঠবেন, আশা প্রিন্স হ্যারি-মেগানের

Looks like you've blocked notifications!
ইউএনবিতে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া ছবি

প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন তার ক্যান্সার শনাক্তের ঘোষণা দেওয়ার পর ‘সুস্থতা ও রোগমুক্তি’ কামনা করেছেন ডিউক প্রিন্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগান। তাদের বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ক্যাথরিন ও তার পরিবার 'ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে শান্তিপূর্ণভাবে' সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন প্রিন্স হ্যারি ও মেগান।

কয়েক মাস ধরে ভীষণ কঠিন সময় পার করার পর গতকাল শুক্রবার (২২ মার্চ) ক্যাথরিন জানান, তিনি ‘ভালো’ আছেন এবং ‘প্রতিদিন তার অবস্থা আরও ভালো হচ্ছে’। তবে, ক্যানসারের সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কেনসিংটন প্যালেসের খবরে বলা হয়েছে, প্রিন্সেস পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে নিশ্চিত।

জানুয়ারিতে ক্যাথরিনের পেটে অস্ত্রোপচার হয়েছিল। যদিও সেসময় ক্যান্সারের উপস্থিতি জানা যায়নি। পরীক্ষার পরে ক্যান্সারের উপস্থিতির কথা জানানো হয়েছিল।

২০২০ সালের জানুয়ারিতে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যের পদ থেকে সরে দাঁড়ান হ্যারি ও মেগান। ছেলে আর্চিকে বড় করার জন্য আরও জায়গার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তারা জুনে ক্যালিফোর্নিয়ায় চলে যান। পরের বছর দ্বিতীয় সন্তান লিলিবেটের জন্ম হয়।

রাজা চার্লসও সম্প্রতি ক্যানসারে আক্রান্ত হন এবং হ্যারি চিকিৎসা শুরু করার ঠিক একদিন পরে ফেব্রুয়ারির প্রথম দিকে তার বাবার সঙ্গে দেখা করতে লন্ডনে গিয়েছিলেন। তবে সে সময় তিনি তার বড় ভাইয়ের সঙ্গে দেখা করেননি।

প্রতিবেদনে আরও বলা হয়, রাজকীয় দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকে ভাইয়ের সঙ্গে হ্যারির সম্পর্কের অবনতি হতে থাকে। বড় ভাই উইলিয়ামের সঙ্গে নিজের মনোমালিন্যের কথা ‘স্পেয়ার' বইয়ে লিখেছেন হ্যারি। সাম্প্রতিক বছরগুলোতে দুই ভাইকে খুব কমই একসঙ্গে দেখা গেছে।