নিউইয়র্কে সহস্র কণ্ঠে বর্ষবরণ শুরু

Looks like you've blocked notifications!
বাসসে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া ছবি

বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কে সহস্র কণ্ঠে বাংলা বর্ষবরণ শুরু হয়েছে। বিশ্ব বাঙালির ১৪৩১ সন উদযাপন হবে দুদিনব্যাপী। আজ শনিবার (১৩ এপ্রিল) ছিল তার প্রথম দিন। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ, ভারতের বিখ্যাত শিল্পীদের পরিবেশনা ছাড়াও এই আয়োজনে আছে বর্ণিল প্যারেড, গান, নৃত্য ইত্যাদি। 

আগামীকাল রোববার দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বেলা ১১ টায়। 

এ উপলক্ষে গতকাল শুক্রবার জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে সংবাদ সম্মেলন হয়। সেখানে জানানো হয়, এ অনুষ্ঠানের আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিশ্বজিৎ সাহা। এ সময় উদযাপন কমিটির আহ্ববায়ক নাট্য ব্যক্তিত্ব হাসান ইমাম, লায়লা হাসান, কণ্ঠশিল্পী মমতাজ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আইএফআইসির ব্যবস্থাপনা পরিচালক  শাহ এ সারোয়ার, গোল্ডেন এজ হোম কেয়ারের চেয়ারম্যান শাহনেওয়াজ, অনুষ্ঠান পরিচালক মহিতোষ তালুকদার তাপস, কাবেরি দাস বক্তব্য দেন।