মন খারাপ হলে ১০ দিন ‘স্যাড লিভ’!

Looks like you've blocked notifications!
ছবি : পিকপিক

অফিসে আগে হঠাৎ মন খারাপ। এমন পরিস্থিতিতে অফিসে যেতে ভালো লাগে না। কিন্তু, উপায় নেই, যেতেই হবে অফিসে। কারণ, মন খারাপের জন্য তো আর ছুটি মেলে না। তবে, এবার এমন একটি ব্যবস্থা করেছে চীনের একটি প্রতিষ্ঠান। তারা মন খারাপের জন্য ছুটির ব্যবস্থা করেছে। ‘স্যাড লিভ’ হিসেবে বরাদ্দ রেখেছে ১০ দিন। উন্নত কর্ম-জীবনের ভারসাম্যের জন্য তাদের কর্মীদের এমন সুবিধা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও পাকিস্তানি গণমাধ্যম পাকিস্তান টুডে তাদের প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে। এনটিভি বলছে, চাইনিজ সুপারমার্কেট চেইন ফ্যাট ডং লাইয়ের কর্মচারীরা বার্ষিক ১০ দিন পর্যন্ত ‘স্যাড লিভ’ নিতে পারে। এক্ষেত্রে ব্যবস্থাপকের অনুমোদনের প্রয়োজন নেই।

সুপারমার্কেট চেইনের এ প্রতিষ্ঠানের নাম ফ্যাট ডং লাই। ইউ ডং লাইয়ের এই প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে শুরু। হেনান প্রদেশে এখন এটির ১২টি আউটলেট। দেশটিতে অন্যান্য প্রতিষ্ঠানে কর্মীদের সপ্তাহে ৬ দিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হয়। সেখানে লাইর প্রতিষ্ঠানে সপ্তাহে পাঁচ দিন সাত ঘণ্টা করে কাজ করেন কর্মীরা।

ইউ ডং লাই স্ট্রেইটস টাইমসকে বলেন, ‘প্রত্যেকেরই দুঃখের দিন থাকে। এটাই মানুষের স্বভাব।’ এমন দিনে মানসিক সুস্থতার জন্য তাদের ছুটি দরকার।