ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

Looks like you've blocked notifications!
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পতাকর ছবি আইস্টকের

ইসরায়েলে ড্রোন হামলার পর ইরানের ওপর ব্যপক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ড্রোন প্রোগ্রামের ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলের মিত্র দেশ দুটি। খবর এএফপির।

ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘আজ আমরা ইরানকে দায়ী করে তাদের পণ্য রপ্তানি নিয়ন্ত্রণ করতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছি।’

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ইউএভি (ড্রোন) উৎপাদনের সঙ্গে যুক্ত ১৬ ব্যক্তি এবং দুটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরা ইরানের শাহেদ ড্রোন নির্মাণের সঙ্গে যুক্ত। ওই ড্রোন ১৩ এপ্রিলের হামলায় ব্যবহার করা হয়েছে।

গত ১৩ এপ্রিল (শনিবার) রাতে ইসরায়েলে অভাবনীয় হামলা চালায় ইরান। ১ এপ্রিল দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরায়েলের বিমান হামলায় কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহতের প্রতিশোধ হিসেবে ওই হামলা চালানো হয়। এ হামলায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান। এগুলোর বেশিরভাগই ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। হামলার জবাবে ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নিজেদের সুরক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে।

ইসরায়েলে ইরানের হামলার পর বাইডেন বলেছিলেন, ‘হামলার পর সকালে জি৭ নেতাদের সঙ্গে আমি আলোচনা করেছি। আমরা ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সম্মিলিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’