মধ্যপ্রাচ্যে উত্তেজনা রোধে সব পক্ষকে আহ্বান জানাল জি-৭
মধ্যপ্রাচ্যে উত্তেজনা রোধে সব পক্ষকে আহ্বান জানিয়েছে বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর জোট জি-৭। ইতালীয় দ্বীপ ক্যাপ্রিতে জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা এই আহ্বান জানান। খবর আল-জাজিরার।
গত বুধবার (১৭ এপ্রিল) ক্যাপ্রিতে পৌঁছান জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে মধ্যপ্রাচ্যের সংকট এবং ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার জন্য মার্কিন আহ্বান নিয়ে আলোচনার কথা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও এই বৈঠকে অংশগ্রহণের জন্য ক্যাপ্রিতে আছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা বলছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি রোধে কাজের জন্য আমরা সব পক্ষকে আহ্বান জানাই।
আজ শুক্রবার হামলার পর এমন আহ্বান জানাল জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা। এক বিবৃতিতে তারা জানান, জি-৭ মধ্যপ্রাচ্যে উত্তেজনা রোধে কাজ করে যাবে।
গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলের বিমান হামলার পাল্টা জবাব দিয়েছিল ইরান। গত সপ্তাহে ইসরায়েলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় দেশটি। এরপর আজ ইরানের ইসফাহানে ঘটল হামলার ঘটনা। যদিও তা কারা করেছে তা নিয়ে বিভিন্ন গণমাধ্যম বলছে বিভিন্ন কথা। এর দায় ইসরায়েল এখনও নেয়নি।