নির্বাচন নিয়ে এক্স পোস্টে যা বললেন মোদি

Looks like you've blocked notifications!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি তার এক্স অ্যাকাউন্টের একটি ভিডিও থেকে নেওয়া

ভারতে এবার ১৮তম লোকসভা নির্বাচন হচ্ছে। দেশটিতে মোট সাত দফায় এই ভোট হবে। সেই লোকসভা নির্বাচনে সব ভোটারকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ আহ্বান জানান।

জনমত জরিপে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে আছে। আজ সকালে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এদিন প্রথম ধাপে ১০২টি নির্বাচনি আসনে ভোট হয়। বাকি দফার ভোট হবে যথাক্রমে ২৬ এপ্রিল (দ্বিতীয় দফা), ৭ মে (তৃতীয় দফা), ১৩ মে (চতুর্থ দফা), ২০ মে (পঞ্চম দফা), ২৫ মে (ষষ্ঠ দফা) ও ১ জুন (সপ্তম দফা)। ভোট গণনা হবে ৪ জুন।

মোদি  সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধের চেষ্টা করেন। সেখানে তিনি লেখেন, প্রতিটি ভোটেরই গুরুত্ব আছে, প্রতিটি কণ্ঠস্বরই গুরুত্বপূর্ণ।

আরেক পোস্টে মোদি লেখেন, মোদীর গ্যারান্টির ওপর জনগণ এবং জনগণের অটুট বিশ্বাস রয়েছে। যে পরিবারের সদস্যরা ভোটের মাধ্যমে মহারাষ্ট্রে আশীর্বাদ দিতে এসেছেন, তাদের এই আশীর্বাদ আমাকে তাদের জন্য আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে। আরও একটি পোস্টে তিনি লেখেন, মোদির গ্যারান্টি পরিবারভিত্তিক এবং দুর্নীতিবাজ নেতাদের অস্থির করে তুলছে...।

লোকসভার মোট আসন ৫৪৩টি। ভারতের ২৮টি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কয়েকটিতে এক ধাপে ভোট হয়। তবে, বড় রাজ্যগুলোর বিভিন্ন নির্বাচনি আসনে ভিন্ন ভিন্ন তারিখে ভোট হয়।