ব্যর্থ বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠাবে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের ভিসা ব্যবস্থার অপব্যবহার করে দেশটিতে থেকে যাওয়া ব্যর্থ বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের ‘ফাস্ট-ট্র্যাক রিটার্ন’ চুক্তির আওতায় ফেরত পাঠাতে উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। গত বছর প্রায় ১১ হাজার বাংলাদেশি যুক্তরাজ্য প্রবেশ করে এবং তারা কোনো ধরনের আশ্রয় প্রার্থনার অনুমোদন ছাড়াই ১২ মাসেরও বেশি সময় ধরে সেখানে অবস্থান করছে স্থায়ীভাবে বসবাসের আশায়। খবর দি টেলিগ্রাফের।
জানা গেছে, এসব অভিবাসী আন্তর্জাতিক শিক্ষার্থী, কর্মী ও দর্শনার্থীর ভিসা নিয়ে গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত আশ্রয় প্রার্থনা করে এবং তাদের মধ্য থেকে মাত্র পাঁচ শতাংশ বাংলাদেশির আশ্রয় প্রার্থনা মঞ্জুর হয়।
যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মিচেল টমলিনসন আশ্রয় পেতে ব্যর্থ বাংলাদেশিদের ফেরত পাঠাতে সম্প্রতি বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে একটি ফাস্ট-ট্র্যাক চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তি অনুসারে আশ্রয় প্রার্থনা করে প্রত্যাখ্যাত হওয়া এবং ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া বাংলাদেশি নাগরিকদের সে দেশ থেকে ফেরত পাঠানো হবে। লন্ডনে যুক্তরাজ্য-বাংলাদেশ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সে বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ইস্যুতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।