গার্ডিয়ান কাউন্সিল কী?
ইরানে ২৮ জুন প্রেসিডেন্ট পদে নির্বাচন হবে। হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর কারণে দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ এই পদে লড়তে আবেদন করেছিলেন ৮০ জন। তবে অনুমোদন পেয়েছেন মাত্র ছয়জন। এই ছয়জনের প্রার্থীতায় অনুমোদন দিয়েছে গার্ডিয়ান কাউন্সিল৷
এই কাউন্সিলের একটি কাজ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের যোগ্যতা যাচাই করা৷ কাউন্সিলটি ১২ জন ইসলামি পণ্ডিত ও বিচারকের সমন্বয়ে গঠিত।
গার্ডিয়ান কাউন্সিলের ১২ জনের মধ্যে ছয়জনকে নির্বাচন করে সংসদ৷ বাকি ছয়জনকে নিয়োগ দেন দেশটির শীর্ষনেতা আয়াতুল্লাহ আলী খামেনি৷ ফলে ইরানে চালু থাকা ব্যবস্থার প্রতি সমর্থন প্রকাশ করা প্রার্থীদের মধ্য থেকেই একজনকে বেছে নিতে হয় ভোটারদের৷