গাজা থেকে আরও ১০ হাজার রোগী সরিয়ে নেওয়া প্রয়োজন : ডব্লিউএইচও
যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে ক্যানসারে আক্রান্ত ২১ শিশুকে সরিয়ে নেওয়া হয়েছে। মে মাসে ইসরায়েল রাফাহ ক্রসিং বন্ধের পর এ ঘটনা প্রথম। শিশুদের সরিয়ে নেওয়াকে স্বাগত জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গ্রেব্রেয়াসুস। তিনি বলেছেন, গাজা থেকে আরও ১০ হাজার রোগী সরিয়ে নেওয়া প্রয়োজন। খবর আল জাজিরার।
কাতারভিত্তিক গণমাধ্যমটি ইসরায়েল-গাজা যুদ্ধবিষয়ক লাইভে এ তথ্যের পাশাপাশি জানিয়েছে, গত বৃহস্পতিবার ওই ২১ শিশুকে গাজা থেকে সরিয়ে নেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও তিনটি মার্কিন দাতব্য সংস্থার সঙ্গে সমন্বয় করে শিশুদের সরিয়ে নেওয়ার কাজটি পরিচালিত হয়।
ডব্লিউএইচও প্রধান এই প্রক্রিয়াকে স্বাগত জানানোর পাশাপাশি মনে করিয়ে দেন, সেখানে ১০ হাজারের মতো এমন রোগী আছে। তাদেরও সেখান থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন।
ডব্লিউএইচও প্রধান বলেন, রাফাহ ও কারেম শালোমসহ সম্ভাব্য সব রুটের মাধ্যমে অসুস্থদের গাজা থেকে মিশর, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেমে, প্রয়োজনে অন্যান্য দেশে সরিয়ে নিতে অনুরোধ করছি।