যুক্তরাজ্যের নির্বাচনে কিয়ার স্টারমারের লেবার পার্টির জয়
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ডানপন্থি কনজারভেটিভ পার্টির ১৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসছে মধ্য-বামপন্থি দল লেবার পার্টি। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফলাফল অনুসারে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন স্যার কিয়ার স্টারমার। খবর এএফপির।
নিজের নির্বাচনি আসনে বিজয়ের পর বর্তমান প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক মলিন চেহারায় এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এবারের সাধারণ নির্বাচনে লেবার পার্টি জয়ী হয়েছে। আমি স্যার কিয়ার স্টারমারকে তার জয়ে অভিনন্দন জানাচ্ছি।’
দলের পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়ে এবং নির্বাচনের ফলাফলকে ‘দুঃখের’ বর্ণনা করে কনজারভেটিভ নেতা ঋষি সুনাক আরও বলেন, ‘আজ শান্তিপূর্ণ ও ধারাবাহিকভাবে ক্ষমতার হাত পরিবর্তন হবে সব পক্ষের প্রতি শুভ কামনার মধ্য দিয়ে।’
এদিকে, রাজধানী লন্ডনের কেন্দ্রস্থলে বিজয়ী সমাবেশে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে ৬১ বছর বয়সী কিয়ার স্টারমার বলেন, ‘এখান থেকেই শুরু পরিবর্তনের। আগে দেশ, পরে দল–এই নীতিতে নতুন করে শুরু হবে সব। শুরু হবে নতুন যুগ।’
স্টারমার সতর্ক করে দিয়ে বলেন, রাতারাতি পরিবর্তন আসবে না। আটজন মন্ত্রীসহ কনজারভেটিভ পার্টির অধিকাংশ আসন ছিনিয়ে নেওয়ার পরেও সহসাই সব পরিবর্তন হবে না।
যুক্তরাজ্যের ৬৫০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩২৬টির চেয়ে অনেক বেশি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করেছে লেবার পার্টি। সর্বশেষ ঘোষিত ফলাফল অনুযায়ী লেবার পার্টি পেয়েছে ৪০৫টি আসন। এই সংখ্যা ২০১৯ সালের এর আগের নির্বাচনের চেয়ে ২০৫টি বেশি। অন্যাদিকে কনজারভেটিভ পার্টি পেয়েছে ১১১টি আসন। তৃতীয় অবস্থানে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৬৮টি আসন।