গোলানে হামলার নিন্দা জানাল ফ্রান্স, সামরিক শক্তি বৃদ্ধি না করার আহ্বান

ইসরায়েল অধিভুক্ত গোলান হাইটসের মাজদাল শামসের দ্রুজ শহরে গণ-অন্ত্যেষ্টিক্রিয়া। ছবি : এএফপি
ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় ১২ তরুণ নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক ডজন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ রোববার (২৮ জুলাই) এই নিন্দা জানানো হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শনিবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া একটি রকেট দ্রুজ শহর মাজদাল শামসে পড়ে। তবে, ওই অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির মাজদাল শামসের দ্রুজ শহরে মারাত্মক হামলার তীব্র নিন্দা জানায় ফ্রান্স। একইসঙ্গে ‘নতুন সামরিক বৃদ্ধি এড়াতে সবকিছু করার’ আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।