দুর্নীতিবিরোধী অভিযান আরও বেগবান করার প্রত্যয় ভিয়েতনাম প্রেসিডেন্টের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/03/vietnam_thum.jpg)
ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট টু ল্যাম আজ শনিবার হ্যানয়ের জাতীয় সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলনে কথা বলেন। ছবি : এএফপি
দুর্নীতিবিরোধী অভিযানকে আরও বেগবান করবেন বলে জানিয়েছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তো লাম। আজ শনিবার (৩ আগস্ট) তিনি একথা বলেন। খবর এএফপির।
ফরাসি সংবাদ সংস্থাটি বলছে, টো লামের এই দুর্নীতিবিরোধী প্রত্যয় শীর্ষ কর্মকর্তা ও জ্যেষ্ঠ ব্যবসায়ী নেতাসহ হাজার হাজার লোককে প্রভাবিত করেছে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/08/03/vietnam_in.jpg)
দেশটির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণার পর টো লাম বলেন, আমি দুর্নীতিবিরোধী অভিযানকে বেগবান করব... সে যে ব্যক্তিই হোন না কেন।